ম্যাচটা প্রায় হাত ফস্কেই যাচ্ছিল। মনে হচ্ছিল সুপার সিক্সে এক ম্যাচ পরই বুঝি হোচট খাচ্ছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মাত্র ৮৩ রান তুলতেই শেষ ৬ উইকেট। তখন ২৫৯ রান লক্ষ্য তো পাহাড়সম। কিন্তু সেই মিশন ইমপসিবল হয়ে গেল দলের ভারতীয় রিক্রুট পবন নেগি আর অভিজ্ঞ মোশাররফ হোসেনের ব্যাটে। দু’জন লড়লেন দেখেশুনে। তাতেই দল পেল ২ উইকেটের রোমাঞ্চ ছড়ানো এক জয়।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ উঠে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। রূপগঞ্জ ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট। দুই নম্বরে থাকা ভিক্টোরিয়ার পয়েন্ট ১৭। মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনী রয়েছে তিন নম্বরে। এক ম্যাচ কম খেলা দলটির পয়েন্ট ১৬।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বুধবার নির্ধারিত ওভারের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ২৫৮ রানের সংগ্রহ গড়ে ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে ৭ বল ও ২ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লিজেন্ডসরা।
আর এমন জয়ের পুরো কৃতিত্বটাই যেন পবন নেগি আর মোশাররফের। ৮৩ রানেই ৬ উইকেট হারিয় রূপগঞ্জ। সেখান থেকে দলকে টেনে তুলেন দুজন। গড়েন ১৪৮ রানের জুটি। মোশাররফ ৪১ রানে আউট হলেও ছক্কা মেরে দলকে উৎসবে ভাসান নেগি।
১৩ চার ও ৪ ছয়ে সাজিয়ে ৮৯ বলে ১২৪ রানে অপরাজিত ছিলেন নেগি। আলাউদ্দিন বাবু ১২ রান করেন। এর আগে সৌম্য সরকার ২৮, মোহাম্মদ মিথুন ১৭, নাহিদুল ইসলাম ৭, আসিফ আহমেদ ২৩ রান করেন।
ভিক্টোরিয়ার হয়ে চতুরাঙ্গা ডি সিলভা ৫ উইকেট নেন।
এর আগে ভিক্টোরিয়ার হয়ে দারুণ এক ইনিংস খেলেছেন মুমিনুল হক। ৮ চার ও ২ ছয়ে ৭২ বলে ৮২ রান করেন তিনি। আল-আমিন করেছেন ৬৩ রানে। এছাড়া ফজল মাহমুদ ৪০ ও আব্দুল মাজিদ ২৬ রানের ইনিংস খেলেছেন।
রূপগঞ্জের হয়ে তাইজুল ইসলাম ৩টি, আবু হায়দার ও পবন নেগি ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৫৮ (মজিদ ২৬, মাহমুদ ৪০, মুমিনুল ৮২, আল আমিন জুনিয়র ৬৩, নাদিফ ৪, চতুরঙ্গ ১৮, ধীমান ১৩, সোহরাওয়ার্দী ৪, ডলার ৩*, মাহবুবুল ১, রাব্বি ০; তাইজুল ৩/৪৭, হায়দার ২/৩২, নেগি ২/৫৪, নাহিদুল ১/৩২, আসিফ ১/৪৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৮.৫ ওভারে ২৬৪/৮ (মিঠুন ১৭, সৌম্য ২৮, নাহিদুল ৭, সাজ্জাদুল ৪, আসিফ ২৩, নেগি ১২৪*, জহুরুল ১, মোশাররফ ৪১, আলাউদ্দিন ১২, তাইজুল ০*; চতুরঙ্গ ৫/৪৬, আল আমিন জুনিয়র ১/২৫, সোহরাওয়ার্দী ১/৩৮, রাব্বি ১/৬৪)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: পবন নেগি।
Discussion about this post