২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং ঠিক করছে আইসিসি। সেই বছরের ১ জুন থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ১৮ জুন ফাইনাল। লড়াইয়ে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। কেননা, সেখানে তারা পাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। গ্রুপ ‘বি’ তে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা।
২০১৫ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল অংশ নিচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শীর্ষ আটে না থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুটি টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
গ্রুপ ‘এ’ – বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
গ্রুপ ‘বি’ – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা
২০১৭ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার:
১ জুন: বাংলাদেশ-ইংল্যান্ড (ওভাল)
২ জুন: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (এজবাস্টন)
৩ জুন: শ্রীলঙ্কা- দক্ষিণ আফ্রিকা (ওভাল)
৪ জুন: ভারত-পাকিস্তান (এজবাস্টন)
৫ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওভাল)
৬ জুন: ইংল্যান্ড-নিউজিল্যান্ড (কার্ডিফ)
৭ জুন: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (এজবাস্টন)
৮ জুন: ভারত-শ্রীলঙ্কা (ওভাল)
৯ জুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড (কার্ডিফ)
১০ জুন: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (এজবাস্টন)
১১ জুন: ভারত-দক্ষিণ আফ্রিকা (ওভাল)
১২ জুন: শ্রীলঙ্কা-পাকিস্তান (কার্ডিফ)
১৪ জুন: প্রথম সেমিফাইনাল (এ১ বনাম বি২) (কার্ডিফ)
১৫ জুন: দ্বিতীয় সেমিফাইনাল (এ২ বনাম বি১) (এজবাস্টন)
১৮ জুন: ফাইনাল (ওভাল)
১৯ জুন: রিজার্ভ ডে
Discussion about this post