সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ডারবান টেস্টের চতুর্থ দিন ব্যক্তিগত ৫ রানে করার পরই দারুণ এক রেকর্ড গড়ে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক। এরমধ্য দিয়ে শচীনকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১০ হাজর টেস্ট রানের বিশ্বরেকর্ড গড়েন অ্যালিস্টার কুক।
একই সঙ্গে একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে পা রাখেন কুক।
এর আগে ২০০৫ সালের মার্চে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১০ হাজার টেস্ট রান করার রেকর্ড গড়েছিলেন শচীন।
অন্যদিকে ৩১ বছর ১৫৭ দিন বয়সে ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছে শচীনকে ছাড়িয়ে গেলেন কুক। ১২৮তম টেস্টে ৪৬.৩২ গড়ে আপাতত কুকের রান ১০,০৪২। সব মিলিয়ে মাত্র ১২তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান। টেস্টে ২৮টি সেঞ্চুরির পাশাপাশি ৪৭টি হাফ-সেঞ্চুরি করেন কুক।
২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কুকের। তার নেতৃত্বে ২০১৩ ও ২০১৫ সালে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ জিতে ইংল্যান্ড।
আর সোমবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে কুকের দল।
Discussion about this post