বল হাতে একের পর এক ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তুলে নিলেন ৬ উইকেট। নবম রাউন্ডের ম্যাচে বল হাতে দারুণ ম্যাজিক দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন মাশরাফি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বৃষ্টি আইনে ১০ রানে জিতল কলাবাগান ক্রীড়া চক্র।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সোমবার টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। এরপর বল হাতে ১০ ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। দুর্দান্ত খেলতে থাকা রূপগঞ্জের ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে।
জবাব দিতে নেমে ৩৫.৪ ওভারে কলাবাগান ৪ উইকেটে ১২৭ রান তোলার পর বৃষ্টি বাধার মুখে পড়ে ম্যাচ। পরে বৃষ্টি আইনে ফল ঘোষণার সময় ১০ রানে এগিয়ে থাকায় জয় পায় কলাবাগান।
এদিকে প্রিমিয়ার লিগে দিনের আরেক ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৪৭ রানের মাঝারি মানের সংগ্রহ করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাটিংয়ে নেমে কামরুল ইসলাম রাব্বি ও চতুরঙ্গা ডি সিলভার বোলিং তোপে পড়ে ৯ বল বাকি থাকতেই ২১৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ২৮ রানে জিতে শেখ জামাল।
অন্যদিকে বিকেএসপিতে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তারা ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ৪৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ: ৪৯ ওভারে ১৯১ (সৌম্য ৭, শাহিন ৫, মিঠুন ৩১, জাগগি ২০, আসিফ ৪০, মোশাররফ ৪, সাজ্জাদুল ৪৮, আলাউদ্দিন ১৫, নাহিদুল ০, তাইজুল ৯*, রানা ১; শরিপুল্লাহ ০/১৮, সাব্বির ৩/২৫, রাজ্জাক ০/২৭, শাহবাজ ১/৩৭, মাশরাফি ৬/৪২, তানভির ০/১৯, জুপিটার ০/২১)।
কলাবাগান: ৩৫.৪ ওভারে ১২৭/৪ (জসিমউদ্দিন ৩৩, জুপিটার ১৪, প্রেম ৩৩, তাসামুল ৫, মেহরাব জুনিয়র ১৩*, তানভির ২৪*: রানা ১/২৯, সৌম্য ০/৮, আসিফ ০/২২, মোশাররফ ০/১৩, নাহিদুল ০/২৫, তাইজুল ১/১৪, আলাউদ্দিন ২/১৩)।
ফল: কলাবাগান ক্রীড়া চক্র ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১০ রানে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা
Discussion about this post