নামেই শুধু চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এখন আর সেই উত্তাপ নেই। নেই দর্শকদের বাধভাঙ্গা আগ্রহ। তারই ছায়া আরো একবার দেখা গেল। কিছুতেই জমল না মোহামেডান ও আবাহনী লিমিটেডের মধ্যকার লড়াই। মিরপুরে হল এক পেশে লড়াই। যাতে আবাহনীকে আট উইকেটে উড়িয়ে দিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থানেই থাকল মোহামেডান।
ছয় ম্যাচে এটি মুশফিকুর রহমানের মোহামেডানের পঞ্চম জয়। অন্যদিকে সমান ম্যাচে এটি আবাহনীর তৃতীয় হার।
বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের বোলারদের তোপের মুখে পড়ে ইনিংসে আট বল বাকি থাকতেই ১৮৩ রানে গুটিয়ে যায় আবাহনী। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৭ বল ও ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৪৮.৪ ওভারে ১৮৩ (তামিম ৪, লিটন ৩, অভিষেক ৭, বিসলা ২৩, শান্ত ৪২, মোসাদ্দেক ২৭, আবুল হাসান ২৮, সাকলাইন ০, তাসকিন ৩৮*, জুবায়ের ০, অমিত ০; শুভাশিস ৩/৩৪, হাবিবুর ২/৩০, নাঈম জুনিয়র ২/৩০, নাঈম ১/৩৫, এনামুল জুনিয়র ১/২৯, মিলন ০/১১, আরিফুল ১/১১)।
মোহামেডান: ৪৩.৫ ওভারে ১৮৫/২ (সৈকত ১৩ (আহত অবসর), ইজাজ ৪২, থারাঙ্গা ৭৭*, মুশফিক ১৭, নাঈম ২৫*; তাসকিন ১/৪২, অমিত ১/৩৪, আবুল হাসান ০/৫, সাকলাইন ০/৩০, জুবায়ের ০/২৯, শান্ত ০/৩, অভিষেক ০/৫)।
ফল: মোহামেডান ৮ উইকটে জয়ী
ম্যাচসেরা: শুভাশিস রায়
##############################
এদিকে দিনের আরেক ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ রানে হারলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। টানা দুই জয়ে ৬ ম্যাচ খেলে ৪ জয়, এক হার ও এক ড্র নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে র ভিক্টোরিয়া। অন্যদিকে টানা দুই হারে সমান সংখ্যক ম্যাচ খেলে ৩ জয় ও ৩ হার নিয়ে টেবিলের সাত নম্বরে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭৪/৭ (মারুফ ৬৩, শাহনাজ ৩৬, সাব্বির ১৩, নুরুল ৪০, তাইবুর ৪৫, শুভাগত ২১, শচিন ৩৫*, ইয়াসির ৭, রুবেল ৫*; এনামুল ২/৩১, রাব্বি ২/৫৩, সোহরাওয়ার্দী ১/৫২, চতুরঙ্গা ১/৬৪)
ভিক্টোরিয়া: ৪২.১ ওভারে ২১১/২ (মজিদ ১৬, সোহরাওয়ার্দী ১০৫*, মুমিনুল ৩, আল আমিন ৮২*; শুভাগত ১/৩৩, মনির ১/৫১)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৯ রানে জয়ী ভিক্টোরিয়া।
ম্যাচসেরা: সোহরাওয়ার্দী শুভ।
Discussion about this post