ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মঙ্গলবারের ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান এবং শেখ জামাল ক্লাব। মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলাবাগান। তারা ৪৮.৪ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। জবাবে ৪৫ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৮.৪ ওভারে ২২৩ (সাদমান ১৯, জসিম ২৯, মাসাকাদজা ৪০, তাসামুল ৪৭, মেহরাব জুনিয়র ৫, শরিফুল্লাহ ১১, তানভীর ২৬, মাশরাফি ৪, নিহাদ ২, রাজ্জাক ৩০, রবিউল ১*; কাপালী ৩/৩৬, মইনুল ২/২৭, সাঈদ ২/৩৯, সাজেদুল ১/১৮, শরিফ ১/৩০, মেহেদি ১/৩৯)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৩ ওভারে ২২৫/৪ (এনামুল ৭০*, শামসুর ৭৫, মেহেদি ১১, কাপালী ২৩*, ফারুক ১, ফরহাদ ১০, সাঈদ ১৮*; মাশরাফি ২/৪৩, রাজ্জাক ১/৩০, নিহাদ ১/৫৯)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামসুর রহমান।
########################
প্রিমিয়ার লিগে মঙ্গলবারের আরেক ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলাবাগান। তারা চার বল বাকি থাকতে ২৩১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ২০.৫ ওভারে ১ উইকেটে ৯৭ রান করে মোহামেডান। তারপরই বৃষ্টি নামলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২০৭ রান। তিন বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ৪৯.২ ওভারে ২৩১ (ইরফান ১০, মাইশুকুর ৩১, যতিন ৯৬, মাহমুদুল ৩, মেহেদি ৫০, তাপস ৯, আরাফাত ২, নুরুজ্জামান ৩, বিশ্বনাথ ০, রিফাত ১৮*, জায়েদ ২; এনামুল জুনিয়র ৩/৪৬, নাঈম জুনিয়র ২/৫৪, নাঈম ২/৫৬, হাবিবুর ১/২৬, শুভাশীষ ১/৩৭)
মোহামেডান: ৪২.৩ ওভারে ২১০/৬ (সৈকত ৯, ইজাজ ৬০, থারাঙ্গা ৯০*, মুশফিক ২৩, আরিফুল ৫, নাজমুল ১, নাঈম ১১, হাবিবুর ৩*; বিশ্বনাথ ২/৩৯, জায়েদ ১/৩৩,মেহেদি ১/৩৪, যতিন ১/৪৫, মাহমুদুল ১/৪৯)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে মোহামেডান ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: উপুল থারাঙ্গা।
######################
অন্যদিকে জয়ের ধারায় ফিরল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে তারা জিতল ৯০ রানে। মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান তুলে শেখ জামাল। জবাব দিতে নেমে ৯ বল বাকি থাকতে ২০০ রানে শেষ সিসিএসের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৯০/৫ (মামুন ১৬, মাহবুবুল ১৬, মার্শাল ১০৩, মাহমুদুল্লাহ ১৩০, মুক্তার ১১, মেন্ডিস ৫*, সাদাত ৪*; মেহরাব ৩/৪৫, শাওন ২/৩৮)
ক্রিকেট কোচিং স্কুল: ৪৮.৩ ওভারে ২০০ (সাইফ ৪৭, পিনাক ২৪, রাজিন ৫১, সালমান ১০, অমিত ১১, উত্তম ২০, নাসুম ৩, মেহরাব ০, নবি ১৫*, শাওন ১, রেফাতুজ্জামান ১২; মেন্ডিস ২/১৫, শফিউল ২/২৮, মুক্তার ২/৪০, মার্শাল ১/৫, সোহাগ ১/৩১)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৯০ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ।
Discussion about this post