আইপিএলে মুস্তাফিজ মানেই যেন এখন বল হাতে চমক। একের একের পর ম্রাজিক দেখিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। রোববারও দেখা গেল তার ঝলক। হায়দারাবাদ সানরাইজার্সের হয়ে নিজের সেরা বোলিং ফিগারটা উপহার দিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ৩-১৬-৩। আর তাতেই ২১ বল বাকি থাকতেই ৮৫ রানে ম্যাচ জিতল হায়দারাবাদ।
রবিবার বিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে মুস্তাফিজ-আশিষ নেহরাদের দুর্দান্ত বোলিংয়ে ১৬.৩ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ৯২ রানেই শেষ হয় মুম্বাইয়ের ইনিংস।
৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। বলা দরকার এই আইপিএলে উইকেট শিকারির তালিকায় মুস্তাফিজ উঠে এলেন দুই নম্বরে। এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে ৬.১৫ ইকোনোমি রেটে বাঁহাতি এই বোলারের উইকেট সংখ্যা ১৩টি। ১০ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন মুম্বাইয়ের কিউই স্পিনার ম্যাকলেনঘান।
৩ উইকেট নিয়েও অবশ্য ম্যাচসেরা হতে পারেন নি মুস্তাফিজ। হায়দ্রাবাদের হয়ে সমান তিন উইকেট তুলে আশিষ নেহরাও ম্যাচসেরা।
এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসল হায়দরাবাদ।
Discussion about this post