সেই চেনা ফর্ম যেন খুঁজে পেয়েছেন মুশফিকুর রহীম। আগের ২ ইনিংসে তার ব্যাটে ছিল ৭২ ও ১০৪ রান। ফের ব্যাট হাতে চমক এই তারকা ব্যাটসম্যানের। মুশফিক এবার অপরাজিত থাকেন ৩ চার ও ২ ছক্কায় ৫১ রানে। তাতেই হার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষ করল লিজেন্ডস অব রূপগঞ্জ। নিজেদের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টুর্নামেন্টের সবচেয়ে দামী দলটি।
মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের ৩ বল আগে ২১২ রানেই গুটিয়ে গিয়েছিল রূপগঞ্জ। জবাবে ২৪ বল ও ৭ উইকেট অক্ষত রেখেই ম্যাচ জিতে নেয় মোহামেডান। উইকেট ভেজা থাকায় ম্যাচটি রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়েছে।
এ অবস্থায় তিন ম্যাচে মোহামেডানের এটি দ্বিতীয় জয়। রূপগঞ্জের একটিতে জয়, হার একটি এবং অন্যটি ম্যাচটি টাই।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ: ৪৯.৩ ওভারে ২১২ (মিজানুর ৬৩, জুনায়েদ ৩৯, সৌম্য ২০, মিঠুন ৯, আসিফ ১৪, নাহিদুল ৬, মোশাররফ ২৪, আলাউদ্দিন ১, তাইজুল ১২, আবু হায়দার ৬*, মুরাদ ১; শুভাশিস ১/৩২, হাবিবুর ৩/২৬, সৈকত ০/১৩, এনামুল জুনিয়র ০/৪৮, নাঈম ২/৩৮, নাঈম জুনিয়র ৪/৪৮)।
মোহমেডান: ৪৬ ওভারে ২১৫/৩ (সৈকত ৩৪, ইজাজ ২৬, থারাঙ্গা ৭১, মুশফিক ৫১*, আরিফুল ২৪*; মোশাররফ ০/২৮, মুরাদ ১/৪১, আবু হায়দার ১/২৮, তাইজুল ০/৪৩, আসিফ ১/২৬, নাহিদুল ০/২৮, সৌম্য ০/২০)
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাঈম ইসলাম জুনিয়র।
Discussion about this post