সত্যিকার অর্থেই সময় এখন মুস্তাফিজুর রহমানের। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সেই জাদুকরি বোলিং ধরে রেখেছেন তিনি। বল হাতে দারুণ নিয়ন্ত্রন তার। এ পর্যন্ত স্বীকৃত ২৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার। যেখানে তার ইকোনোমি রেট মাত্র ৫.৯৪।
স্বীকৃত টি-টুয়েন্টিতে কমপক্ষে ৫০০টির বেশি বল করেছেন এমন পেসারদের মধ্যে মুস্তাফিজের ইকোনোমি রেটই সবচেয়ে কম। মানে তিনিই সেরা। এরপর এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার স্টুয়ার্ট ক্লার্ক। ২০১১ সালে অবসর নেয়া এই পেসারের ইকোনোমি রেট ৬.০১। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইকোনোমি রেটের দিক দিয়ে মুস্তাফিজের অবস্থান আট নম্বর। ৫.৪১ ইকোনোমি রেট নিয়ে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি।
এদিকে জানা গেছে আইপিএল খেলে ভারত থেকে দেশে ফিরে দুটি গাড়ি কিনবেন কাটার মাস্টার। একটি মাইক্রোবাস কিনবেন পরিবারের জন্য। আর নিজের জন্য কিনবেন একটি মোটরসাইকেল।
মুস্তাফিজ জানালেন, নিয়ম মেনে এগিয়ে যেতে চান তিনি। বললেন, ‘আইপিএলের পর বাড়ি ফিরে নিজের জন্য একটি মোটর সাইকেল আর পরিবারের জন্য একটি মাইক্রোবাস কিনবো।।’
Discussion about this post