লড়াইটা ছিল সাকিব আল হাসানের সঙ্গে মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
সেই লড়াইয়ে শেষ হাসি মুখে মাঠ ছেড়েছে সাকিবের দল। সানরাইজার্সকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরল কেকেআর। বিশ্বসেরা অলরাউন্ডার এই ম্যাচ দিয়ে এই মৌসুমে আইপিল শুরু করলেন।
নবম আসরে তিন ম্যাচে কলকাতার এটি দ্বিতীয় জয়। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হার মুস্তাফিজের দলের।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামে সাইনরাইজার্স। তারা তুলে নির্ধারিত ২০ ওভারে ৭ হারিয়ে ১৪২ রান। জবাবে ১৮.২ ওভারে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে কেকেআর।
কলকাতার গম্ভীর ৬০ বলে অপরাজিত ৯০ ও উথাপ্পা করেন ৩৪ বলে ৩৮ রান।
আর এবারো নজর কাড়লেন মুস্তাফিজ। ৪ ওভারের স্পেলে ২৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তার ভয়ংকর এক ইয়র্কারে আন্দ্রে রাসেলকে যেভাবে উইকেটে ভূপাতিত করে বোল্ড করেছেন। আবার সাকিবও বল হাতে ছিলেন বেশ নিয়ন্ত্রিত। তিনি ৩ ওভারে দেন ১৮ রান।









Discussion about this post