শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উন্মাদনা। শুক্রবার হল জমকালো উদ্বোধন। এবার মাঠের লড়াই। তার আগে চলুন দেখে নেই-আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শুন্য মানে ডাক কার?
গৌতম গম্ভীর: ১১টা ডাক দেখেছেন গম্ভীর। যদিও তাঁর রান ৩১৩৩।
এবি ডি ভিলিয়ার্স: একবার, দুবার নয়, সাতবার খাতা না খোলার আগেই ফিরে গিয়েছেন এবিডি। ২,৫৭০ রানের মালিক তিনি।
বীরেন্দ্র শেবাগ: সাত-সাতবার ডাক দেখে ডাগ আউটে ফিরেছেন। ২,৭২৮ রান করেছেন বীরু।
রোহিত শর্মা: সাতবার শূন্য রানের চোখরাঙানি সহ্য করেছেন। সাকুল্যে করেছেন ৩,৩৮৫ রান।
সুরেশ রায়না: তিনিও সাত-সাতবার ডাক দেখেছেন। করেছেন অবশ্য ৩,৬৯৯ রান।
Discussion about this post