শেষ হতে চলল আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ। এখন লড়াই ফাইনালে উঠার। এরইমধ্যে লাইন আপ হয়ে গেছে শেষ চারের। বিদায় নিয়েছে সুপার টেন থেকে ছিটকে যাওয়া ৬ দেশ। যারমধ্যে আছে আছে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশও।
এ অবস্থায় বুধবার শুরু হবে সেমিফাইনালের লড়াই। এদিন লড়বে দুর্দান্ত ফর্মে থাকা দুই দেশ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ফাইনালে উঠতে লড়বে এই দুই দল। দ্বিতীয় সেমিফাইনাল ৩১ মার্চ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিস গেইলের সঙ্গে বিরাট কোহলির লড়াই। ফাইনালে উঠতে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
এরপর বিজয়ী দুই দেশ ৩ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে। টি-টুয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
সেমিফাইনাল লাইন আপ-
১ম সেমিফাইনাল : নিউজিল্যান্ড-ইংল্যান্ড (৩০ মার্চ, ফিরোজ শাহ কোটলা, দিল্লি)
২য় সেমিফাইনাল : ভারত-ওয়েস্ট ইন্ডিজ (৩১ মার্চ, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই)
Discussion about this post