তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশ দলের অভিভাবক। সবাইকে আগলে রাখেন পরম মমতায়। মাশরাফি বিন মর্তুজাকেও দারুণ ভালবাসেন তার সতীর্থরা। আরাফাত সানি আর তাসকিন আহমেদকে আইসিসি সাময়িক নিষিদ্ধ করায় মন ভাল নেই ক্যাপ্টেনের। সেদিন সংবাদ সম্মেলন শেষে চোখের জল ফেলেছেন তিনি।
এই অবস্থায় অনেকেরই সমর্থন পাচ্ছেন তাসকিন। তিনি খুব একটা বাংলাদেশপ্রেমী নন। কিন্তু এবার সত্য বলতে পিছপা হলেন না। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল আইসিসির কর্মকাণ্ডের সমালোচনা করলেন। টুর্নামেন্টের মাঝ পথে বাংলাদেশের দুই বোলার নিষিদ্ধ করাকে অযৌক্তিক বলেছেন তিনি। এই বিশ্লেষক বলছিলেন, ‘এমন পদক্ষেপ নিতে হলে সেটি বিশ্বকাপ শুরুর আগেই নেওয়া যেত। টুর্নামেন্ট শুরুর পর কোন দলের গুরুত্বপূর্ণ দুজন সদস্যকে নিষিদ্ধ করার যৌক্তিক কোন কারণ থাকতে পারে না।’
এ অবস্থায় পাশে থাকলেন আরেক সাবেক তারকা শোয়েব আখতার। হালের এই ব্যস্ত ধারাভাষ্যকার ফেরার মন্ত্র দিলেন তাসকিনকে। টুইটার অ্যাকাউন্টে শোয়েব সোমবার লিখলেন, ‘তাসকিনের জন্য খুবই খারাপ লাগছে। আমি আশা করছি তাসকিন খুব তাড়াতাড়িই আইসিসির কাছ থেকে ছাড়পত্র পেয়ে যাবে। কারণ ও বিশ্ব ক্রিকেটের সম্পদ।’
বলা দরকার, বোলিং অ্যাকশন অবৈধ-এই কারণ দেখিয়ে তাসকিন-আরাফাত সানিকে নিষিদ্ধ করেছে আইসিসি।
Discussion about this post