স্বপ্নের ঘোরে ছিল বাংলাদেশ। গতবছরের জুনের স্মৃতি যেন তাঁতিয়ে দিচ্ছিল মাশরাফি বিন মর্তুজার দলকে। এবারো ভারত বধের ছক করেই খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রথমে ক্যাচ মিস এরপর ব্যাটসম্যানদের ব্যর্থতায় সব পন্ড! টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী ম্যাচে ভারত তুলল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২০ ওভারে তুলে ১২১ রান।
৪৫ রানের বড় হারে এবারের এশিয়া কাপ শুরু হল টাইগারদের।
অবশ্য রোহিত শর্মার ক্যাচ সাকিব ফেলে না দিলে ভিন্ন কিছু হতে পারতো। যখন জীবন পেয়েছিলেন তখন রোহিতের রান ২৮ বলে ২১! এরপরের ২৭ বলে করেন ৬২ রান।
ম্যাচের শুরুতেই উইকেট পতন শুরু। শেষ পর্যন্ত সেই চাপ সামলানো হয়নি। ফিরে যান মোহাম্মদ মিথুন (১) ও সৌম্য সরকারকে (১১, ইমরুল কায়েস (১৪)।
সাব্বির রহমান ৩২ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর মাহমুদুল্লাহ (৭) এবং মাশরাফি (০) আউট। মুশফিক অপরাজিত ১৬ বলে ১৬ রানে। তাসকিন ১৫ বলে ১৫ রান। ভারতের হয়ে নেহরা তুলে নেন ২৩ রানে ৩ উইকেট।
তার আগে বুধবার শিলা বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তবে নির্বিঘ্নে হল ম্যাচ।
টস ভাগ্য থাকল মাশরাফির পক্ষে। ১৮ বলে ৩১ করে আউট হার্দিক পান্ডে। ৫৫ বলে ঝড়ো ৮৩ রান করে ফিরেন রোহিত। ইনিংসে ছিল ৭ চার ও তিন ছক্কা। এরপর ইনিংসের শেষ বলে ছক্কা মেরে মহেন্দ্র সিং ধোনি ভারতের স্কোর ১৬৬তে নিয়ে যান। ইনজুরি কাটিয়ে খেলেন মহেন্দ্র সিং ধোনি।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আল আমিন। নেন ৩ উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজ ৪০ রান দিয়ে কোন উইকেট পাননি! তাকে সামাল দেয়ার কৌশলটা শিখেই ঢাকা আসে ভারত।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে লড়বে বাংলাদেশ।
Discussion about this post