তিনিই দেশের সেরা ফুটবলার। সেই তাকে নিয়ে আগ্রহটা তো থাকবেই। ফুটবলের এমন দুঃসময়েও তাকে নিয়ে চলেছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনী মামুনুল ইসলামকে ৬০ লাখ টাকায় কিনে নিল। দলটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে বাংলাদেশ জাতীয় এই তারকা ফুটবলারের।
অবশ্য এভাবে মোটা অংকের চুক্তি মামুনুলের জন্য নতুন নয়। গত মৌসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৪৫ লাখ টাকায় চুক্তি করেছিল তার সঙ্গে।
মামুনুল ২০১০-১১ মৌসুমে খেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। মোট তিন মৌসুমে খেলে দুটি ফেডারেশন কাপ জিতেন তিনি। এবার ধানমন্ডির ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে তার।
Discussion about this post