রীতিমতো আকাশে উড়ছে বাংলাদেশের যুবারা। আরো একটা অনায়াস জয়। এবার স্কটল্যান্ডকে ১১৪ রানে বিধ্বস্ত করে জুনিয়র টাইগাররা উঠে গেল আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার স্কটল্যান্ড পাত্তাই পেল না। ম্যাচে নাজমুল হোসেইন শান্তর অপরাজিত সঞ্চুরিতে বাংলাদেশ তুলে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৬ রান। এরপর জবাব দিতে নেমে স্কটল্যান্ড অলআউট ১৪২ রানে।
আর এমন জয়ে বড় ভূমিকা রাখলেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের দুই তারকা শান্ত এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শান্ত নিজেকে ছাড়িয়ে হয়ে গেলেন যুবাদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। পেলেন দারুণ এক শতরান। আর দ্রুতগতির হাফসেঞ্চুরি তুললেন মিরাজ।
ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অবশ্য হোচট খায় টাইগার যুবারা। শুন্য রানে ফিরেন পিনাক ঘোষ। তবে সাইফ হাসান করেন ৪৯। এরপর জয়রাজের বিদায় ১৩ রানে। কিন্তু এই চাপ সামলে দেন শান্ত-মিরাজ জুটি। শান্তর ব্যাট অশান্ত হয়ে উঠে। ১১৭ বলে তিনি করেন অপরাজিত ১১৩ রান। মিরাজ ৪৮ বল খেলে করেন ৫১ রান।
৪ উইকেট নেন স্কটল্যান্ডের মুহ্ম্মদ গাফফার।
এরপর বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে পড়ে তছনছ হয়ে যায় স্কটিশ লাইনআপ। শুধু ৫০ রান আসে আজিম দারের ব্যাটে। সাইফুদ্দিন ১৭ রানে নেন ৩ উইকেট। ২৭ রানে সমান উইকেট সালেহ আহমেদ শাওনের। ২ উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম।
ম্যাচসেরা সেঞ্চুরিয়ান নাজমুল হোসেইন শান্ত।
Discussion about this post