বিশ্বরেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল তাকে। মনে হচ্ছিল স্কটল্যান্ডের বিপক্ষেই গড়ে ফেলবেন নতুন এক বিশ্বরেকর্ড। তাই হল। স্মরণীয় হয়ে থাকল সেই ম্যাচ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লেন নাজমুল হোসেইন শান্ত। আন্তর্জাতিক যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি।
স্কটিশদের বিপক্ষে মাঠে নামার আগে শান্তর রান ছিল ৫৩ ম্যাচে ১৬৩৪। ৬২ রান করলেই গড়তেন বিশ্বরেকর্ড। সেই ম্যাচে তিনি ১১৭ বলে ১১৩ রান করে থাকলেন অপরাজিত। ম্যাচসেরা তিনিই।
আর তাতেই পেছনে ফেলেন পাকিস্তানি উদ্বোধনী সামি আসলামকে। তার সংগ্রহ ৪০ ম্যাচে ১৬৯৫ রান।
শান্তর এই রেকর্ড গড়া ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটিশদের হারাল ১১৪ রানের বড় ব্যবধানে। তাতেই দল উঠে গেল শেষ আটে।
Discussion about this post