ব্যাট হাতে দাদাগিরি ধরে রাখলেন বিরাট কোহলি। প্রায় প্রতি ম্যাচেই কথা বলছে তার উইলো। তাতেই আরো একটা রেকর্ড গড়ে ফেললেন তিনি। ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের বিশ্বরেকর্ড এখন ভারতীয় এই ব্যাটসম্যানের। পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে।
তারপরও দিনটা ভারতের হয়নি। রোববার মেলবোর্ন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে ভারত। টানা জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা।
টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ২৯৫ রান তুলে। ১১৭ করেন কোহলি। জবাবে ৩ উইকেট ও ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে স্বাগতিকরা। ৯৬ গ্লেন ম্যাক্সওয়েল।
কোহলি ৭ হাজার ছুঁয়ে ফেললেন ১৬১ ইনিংসে। এর আগে ২০১৪ সালে ১৬৯ ইনিংসে ৭ হাজার রানের রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স। দ্রুততম ৫ হাজার ও ৬ হাজার রানের রেকর্ডও গড়েন কোহলি। যদিও সেই রেকর্ড ভেঙ্গে ফেলেন হাশিম আমলা।
Discussion about this post