নতুন বছরের শুরুতেই সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। জিম্বাবুয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট দিনকয়েক পরই। তার আগে মঙ্গলবার শুরু ঘরোয়া ক্রিকেটের লড়াই। ফ্র্যাইঞ্চাজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে।
মঙ্গলবার প্রথম চার দিনের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক ইস্ট জোন। রাজশাহী কামরুজ্জামান স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোন লড়বে বিসিবি নর্থজোনের সঙ্গে।
জানা গেল বিসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৯ জানুয়ারি। এরপর তৃতীয় রাউন্ড ২৬ জানুয়ারি। চতুর্থ রাউন্ড ২ ফেব্রুয়ারি, পঞ্চম রাউন্ড ৯ ফেব্রুয়ারি আর ৬ষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে ১৬ ফেব্রুয়ারি।
টুর্নামেন্টের ম্যাচগুলো হবে রাজশাহীর কামরুজ্জামান ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
দেখে নিন কে কোন দলে খেলবেন-
ইসলামী ব্যাংক ইস্টজোন-
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), নাফিস ইকবাল, ইরফান শুক্কুর, অলক কাপালি, তাসামুল হক, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জুবায়ের আহমেদ, মেহেদী হাসান মারুফ, নাজমুল ইসলাম অপু, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান রাজু, আবু যায়েদ রাহি, নাবিল সামাদ ও আসিফ আহমেদ রাতুল।
প্রাইম ব্যাংক সাউথ জোন-
আব্দুর রাজ্জাক (অধিনায়ক) শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, মোসাদ্দেক হোসেন সৈকত, ফজলে রাব্বি, মেহেদী হাসান, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, রবিউল ইসলাম শিবলু, এনামুল হক জুনিয়র, আসিফ আহমেদ, তৌহিদুল ইসলাম রাসেল, তাইবুর রহমান পারভেজ ও নাঈমুল ইসলাম সুজন।
বিসিবি নর্থজোন-
নাঈম ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, নাসির হোসেন, মাহমুদুল হাসান লিমন, মাইশুকুর রহমান, তাইজুল ইসলাম, মুক্তার আলী, আরিফুল হক, ফরহাদ হোসেন, সানজামুল ইসলাম, হামিদুল ইসলাম, শুভাষিস রায় ও দেলোয়ার হোসেন।
বিসিবি সেন্ট্রাল জোন-
মোশারফ হোসেন রুবেল (অধিনায়ক), শামসুর রহমান, রকিবুল হাসান, রনি তালুকদার, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ ইলিয়াস, দেওয়ান সাব্বির, মোহাম্মদ আল আমিন, জাবিদ হোসেন, মার্শাল আইয়্যুব, তানভীর হায়দার, মোহাম্মদ শরিফউল্লাহ, মো. শহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম ও মো. সৈকত আলী।
Discussion about this post