সিনিয়রদের মতো দাপটে এগিয়ে যাচ্ছে জুনিয়র টাইগাররাও। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো ক্রিকেট শেখাল তারা। ক্যারিবিয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে মেহদী হাসান মিরাজের দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগার যুবারা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশের যুবারা। তারা ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। তাতে টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে ৩৯.২ ওভারে অলআউট হয়ে তুলে মাত্র ১১৪ রান। জবাব দিতে নেমে ২০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সালেহ আহমেদ শাওন স্পিনের সামনে দাড়াতে পারেনি সফরকারীরা। অবশ্য স্পিনেই কাবু করার ছক করেছিল মেহদীর দল। শাওন ৯.২ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। সঞ্জিত সাহা ও সাঈদ সরকার ২টি করে উইকেট নেন।
সাইফ ৫ চার ১ ছক্কায় করেন ৩৯ রান। শান্ত ৪১ রানে অপরাজিত থাকেন।
Discussion about this post