মধুর সময়গুলো যেন খুব দ্রুত কেটে যায়। চোখের পলকেই যেন এবার সাকিব আল হাসানের যুক্তরাস্ট্র সফর শেষ হয়ে গেল। স্ত্রী-কন্যার সঙ্গে ছিলেন এই অলরাউন্ডারের মা। সবাইকে নিয়ে বেশ মজা করে সময় কাটল। সেই ছুটি শেষে বৃহস্পতিবার অনুশীলনে ফিরলেন সাকিব।
৯ জানুয়ারি ফেরার কথা থাকলেও আগেই চলে আসলেন জাতীয় দলের ক্যাম্পে। মিরপুরে খুলে বসলেন স্মৃতির ঝাপি। জানালেন মেয়ের নাম রেখেছেন আলাইনা হাসান অব্রি। মেয়ের মুখ দেখে আসা সাকিব বললেন, ‘এর আগে বাচ্চাদের কাছাকাছি ততটা যাওয়া হয়নি। কিন্তু নিজের মেয়ে বলে কথা। ও আমার বুকে শুয়ে থাকে। মেয়ের টুকটাক কাজগুলো করেছি, এই ভালো লাগাটা অন্যরকম। এই স্মৃতি মনে রাখার মতো।’
এরমধ্যে চলে এসেছিল শিশিরের জন্মদিন। তাতে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে ঘুরেছেন তিনি। বেড়াতে গেছেন টাইমস স্কয়ারে। জানালেন ছুটির দিনগুলো দারুণ কেটেছে।
সেই সুন্দর সময় শেষে এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি লড়াই। মিশন খুলনা!
Discussion about this post