তারা দু’জন জাতীয় দলে ঢুকবেন সেটা একরকম নিশ্চিতই ছিল। নির্বাচকদের দেয়া ইঙ্গিতেরই যেন বাস্তবায়ন হল মঙ্গলবার। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়ে গেলেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান এবং বাঁহাতি পেসার আবু হায়দার রনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে আছেন দু’জন।
তবে দলে নেই নাসির হোসেন, লিটন কুমার দাস, জুবায়ের হোসেন, কামরুল ইসলাম রাব্বি এবং এনামুল হক। কোন ম্যাচ না খেলেই বাদ পড়ে গেলেন কামরুল ইসলাম রাব্বি।
দলে ফিরলেন সৌম্য সরকার।
আবু হায়দার রনি যে জাতীয় দলে জায়গা পাবেন সেটা নিশ্চিতই ছিল। বিপিএলে ২১ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন তিনি। আবার ২০ ওভারের ক্রিকেট বেশ কার্যকর নুরুল হাসান সোহান।
নুরুল আর রনি দু’জনই পেয়ে গেলেন স্বপ্নের সিড়ি। মানে জাতীয় দলের পথ। এবার শুধু সুযোগ কাজে লাগানোর পালা।
বলা দরকার, জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচ টি-টুয়েন্টির সিরিজের প্রথমটি ১৫ জানুয়ারি। পরের তিনটি ১৭, ২০ ও ২২ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে খুলনায়।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, কাজি নুরুল হাসান, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি এবং আল আমিন হোসেন।
Discussion about this post