এশিয়া কাপের সূচি নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠল। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্ট হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। তাতে দুটো প্রস্তুতি ম্যাচ মিস করার শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের।
আসছে বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু এশিয়া কাপ। শেষ ৬ মার্চ। কিন্তু দেশের মাটিতে এই টুর্নমেন্ট খেলার সময়ই দুটো প্রস্তুতি ম্যাচের তারিখ রয়েছে মাশরাফি বিন মর্তুজাদের। প্রস্তুতি ম্যাচ দুটি হওয়ার কথা ৪ ও ৬ মার্চ।
এক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠে গেলে কোন প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে হবে বিশ্বকাপে। যেখানে ৯ মার্চ প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গেও লড়তে হবে টাইগারদের। তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে বিসিবি।
Discussion about this post