টানা তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। এই খবরটা নিশ্চিত হয়েছিল বেশ কিছুদিন আগেই। এবার জানা গেল-আসছে বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে এই আয়োজন।
এবারের আসরে খেলবে মোট ৫ দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং একটি আইসিসির সহযোগী দেশ। আইসিসির সহযোগি চার দেশ- আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হবে বাছাই পর্ব। যা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এখানে বিজয়ী দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে।
২৪ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। আর শেষ ৬ মার্চ। ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামও আছে আলোচনায়।
এবারের এশিয়া কাপ হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। কারন সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপ।
Discussion about this post