আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ৫ দলের পাকিস্তান সুপার লিগ মানে পিএসএল টুর্নামেন্ট। ২৩ ফেব্রুয়ারি ফাইনাল। সোমবার দলগুলো বেছে নিলেন ক্রিকেটার। যাতে থাকলেন আমাদের সাকিব-তামিমও।
এবার চলুন দেখে নেই পিএসএলে কে কোন দলে?
ইসলামাবাদ ইউনাইটেড
মিসবাহ-উল-হক (পাকিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান(পাকিস্তান), ব্রাড হাডিন(অস্ট্রেলিয়া), শারজিল খান(পাকিস্তান), মোহাম্মদ সামি (পাকিস্তান), খালিদ লতিফ (পাকিস্তান)
প্রধান কোচ: ডিন জোন্স
করাচি কিংস
শোয়েব মালিক(পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), সোহেল তানভীর(পাকিস্তান), ইমাদ ওয়াসিম(পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), বিলাওয়াল ভাট্টি (পাকিস্তান), জেমস ভিন্সি (ইংল্যান্ড)
প্রধান কোচ: মিকি আর্থার
লাহোর কালান্দার্স
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), উমর আকমল(পাকিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), ইয়াসির শাহ (পাকিস্তান), শোয়েব মাকসুদ (পাকিস্তান), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ, কেভন কুপার(ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরুন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।
প্রধান কোচ: পেডি উপটন
পেশোয়ার জালমি
শহিদ আফ্রিদি (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), কামরান আকমল (পাকিস্তান), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ক্রিস জর্দান (ইংল্যান্ড), তামিম ইকবাল (বাংলাদেশ), জুনায়েদ খান (পাকিস্তান), জেমস অ্যালেনবাই (অস্ট্রেলিয়া)
প্রধান কোচ: মোহাম্মদ আকরাম
কোয়েটা গ্লাডিয়েটর্স
কেভিন পিটারসেন (ইংল্যান্ড), আহমেদ শেহজাদ (পাকিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান), আনোয়ার আলি (পাকিস্তান), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), লুক রাইট (ইংল্যান্ড), জুলফিকার বাবর (পাকিস্তান), উমর গুল (পাকিস্তান), এলটন চিগুম্বুরা (জিম্বাবুয়ে)।
প্রধান কোচ: মঈন খান
Discussion about this post