সন্দেহ নেই এ মুহুর্তে টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা তারকা তিনি। বলা হচ্ছে তিনিই সর্বকালের সেরা। সেই ক্রিস গেইল এবার অনন্য এক রেকর্ড গড়লেন। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৬০০টি ছক্কা ও ৬০০টি চার মারার বিশ্বরেকর্ডের মালিক হলেন গেইল। শনিবার ব্রিসবেন হিটের বিপক্ষে ১৬ বলে ২২ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা হাঁকান তিনি। তাতেই ক্যারিবিয়ান এই গ্রেট ছুঁয়ে পেলেন এই রেকর্ড। যা কোন ক্রিকেটার প্রথম করে দেখাল।
দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক আরেক ক্যারিবিয়ান কিয়েরন পোলার্ড। তিনি মেরেছেন ৩৮৮টি ছক্কা, গেইলের চেয়েও ২১২টি কম। ২৯০ ছক্কা মেরে এরপরই ম্যাককালাম।
অজি ব্যাটসম্যান ব্রাড হজ টি-টুয়েন্টিতে বাউন্ডারি মারার দিক থেকে এগিয়ে আছোেন। মেরেছেন ৬৬৪টি চার। ৬০৫টি চার মেরে তৃতীয় স্থানে রয়েছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু গেইলের মতো আর টি-টুয়েন্টিতে ৬০০টি ছক্কা ও চার মারতে পারেননি তারা।
Discussion about this post