রীতিমতো ‘মাস্তানি’ যাকে বলে ঠিক তাই করার অভিযোগ উঠল। নিজের তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে নাকি মারামারি করেছেন তিনি। জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের আঘাতে গুরুতর আহত হয়েছেন মোতালেব হোসেন বাপ্পী নামের একজন।
রোববার রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার গৌরিশংকর আগরওয়ালা সড়কের হাজী আব্দুল হালিমের বাড়িতে এই অনাকাংখিত ঘটনা ঘটে।
জানা গেছে এনামুল হকের বাবা-মা আবদুল হালিমের বাড়িতে ভাড়া থাকেন।
মোতালেব জানালেন প্রায় চার বছর ধরে এনামুলের বাবা জামিল হোসেন তাঁদের বাড়িতে ভাড়া আছেন। নিচতলায় একটি গোডাউন রয়েছে। সেই গোডাউনে মোতালেব তাঁর প্রয়োজনীয় মালপত্র রেখে আসছেন। সেখানে বিজয়দের তিনটি মোটরসাইকেল আছে। রোববার সকালে গোডাউন খুলতে গেলে সেখানে ভিন্ন তালা দেখতে পান তিনি। এনিয়েই বিজয়ের বাবার সঙ্গে তাঁর তর্ক শুরু হয়। তা থেকেই ঝামেলা।
আহত মোতালেব দাবী করেছেন- এনামুল কুষ্টিয়ায় পৌঁছে তাঁর ভাই সজীবসহ ১০/১২ জন যুবককে নিয়ে দোকানে যান। এরপর তাদের নিয়ে বাড়ির কাছে যান। ফটকের সামনেই হাতের একটি ব্যাট দিয়ে মোতালেবকে আঘাত করেন রাজীব। তার সঙ্গীরাও আক্রমণ করে।
তবে পুরো ঘটনা অস্বীকার করলেন এনামুল। জানা গেছে ঘটনার পরই তিনি তাঁর পরিবার ঢাকা চলে এসেছেন। তবে ঘটনার পর দুই পরিবারই কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। যদিও কোন মামলা হয়নি।
Discussion about this post