হঠাৎ করেই সিদ্ধান্তটা নিলেন ক্রিস গেইল। দলের সবচেয়ে গুরুত্বপুর্ন ম্যাচে নেই তিনি। বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন তিনি। কিন্তু তাতে কী! তার অভাবটা বুঝতেই দিলেন না বরিশাল বুলসের ব্যাটসম্যানরা। দলের সেরা তারকাকে ছাড়াই কোয়ালিফায়ারে জয় তুলে নিল তারা। ৫ উইকেটের দারুণ জয়ে দল পেয়ে গেল ফাইনালের টিকিট।
১৫ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের।
সাব্বির রহমান রুম্মন ৪৯ বলে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেন। সঙ্গে শাহরিয়ার নাফিসের ৪০ বলে ৪৪ রান। তাতেই ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহর দল।
এ অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে বরিশাল ছেড়েছেন গেইল। তাকে ছাড়া ১৬১ রানের লক্ষ্য পার হওয়া কঠিনই হবে মাহমুদউল্লাহর দলের জন্য।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের দল। তারা ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে তুলে ১৬০ রান।
লেন্ডল সিমন্সের সঙ্গে জুটি বাধেন রাসেল আল মামুন। তারা যোগ করেন ৫২ রান।
প্রথমবারের মতো খেলতে নামা রাসেল ফিরে যান ২০ রানে। ৭৩ রান আসে সিমন্সের ব্যাট থেকে। ৫৭ বল খেলেন তিনি।
ড্যারেন স্যামি ১০ বলে ২৩ রান করেন।
কেভন কুপার নেন ৪ উইকেট। একটি করে উইকেট মোহাম্মদ সামি, আল আমিন এবং প্রসান্নার।
Discussion about this post