কিছুতেই পাক-ভারত ক্রিকেটের অচলায়তন ভাঙ্গছে না। গলছে না দুই চির প্রতিদ্ধন্দী দেশের সম্পর্কের বরফ। ঠিক এ অবস্থায় এগিয়ে এলেন তারকা ক্রিকেটার ইমরান খান। বিশ্বকাপ জয়ী পাকিস্তানের এই অধিনায়ক দেখা করলেন নরেন্দ্র মোদির সঙ্গে।
পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার এক টিভি অনুষ্ঠানে জানালেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, পরস্পরের বিরুদ্ধে দুই দেশের অবশ্যই খেলা উচিত। দেখুন চিরকালের জন্য শত্রু হয়ে আমরা থাকতে চাই না। ভবিষ্যতের কথা ভাবতেই হবে। আমাদের এমন কয়েকজন ক্রিকেট হিরো আছে, যাদের দুই দেশের লোকই ভালবাসে। ওয়াসিম আকরামকে ভারতে সবাই পছন্দ করে। আবার শচীনও পাকিস্তানের হিরো।’
সেই অনুষ্ঠানে ছিলেন কপিলদেব। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘দুই বোর্ডই খেলতে রাজি। কিন্তু সরকারের বিরুদ্ধে তো আর যাওয়া যাবে না।’
এদিকে ইমরান জানালেন, বরাবরই তার প্রিয় সুনীল গাভাস্কার। এমন কী শচীনের চেয়েও তাকে এগিয়ে রাখলেন। বললেন, ‘গাভাস্কারের মতো কোনও ইনিংস খেলতে পারেনি শচীন। তাই তো সানিই আমার ফেভারিট।’
Discussion about this post