ব্যাটে সেই পুরনো ছন্দ যেন ফিরে পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দ্বায়িত্বশীল ইনিংসেই সোমবার বিপিএলে চিটাগং ভাইকিংসকে হারাল বরিশাল বুলস। ৩৩ রানে তারা হারাল তামিম ইকবালের দলকে। এনিয়ে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিল বরিশাল বুলস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ১৭০ রান তুলে বরিশাল। ৪৫ বলে ৫১ রান করেন মাহমুদউল্লাহ। ৩৬ সেকুগে প্রসান্নার ব্যাটে।
জবাব দিতে নেমে চিটাগং অলআউট হয়ে যায় ১৩৭ রানে। কেভন কুপার ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা। এটি পাঁচ ম্যাচে চিটাগংয়ের এটি চতুর্থ হার। মানে হারের বৃত্তে বন্ধী দল।
Discussion about this post