দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ”প্রথম আলো” মঙ্গলবার তাদের পত্রিকায় বিপিএলকে বলেছে- বিশৃংখল ক্রিকেট লিগ। কথাটা একেবারে মিথ্যে নয়। আগের দুই আসর নিয়ে তো বিতর্কের শেষ নেই। ম্যাচ পাতানো থেকে শুরু করে কতো যে ঘটনা, তার ফিরিস্তি থাক। এক বছর বাদে শুরু হওয়া তৃতীয় আসরেও সেই একই দৃশ্য! গোছানো বলে কিছু নেই!
বিপিএলে সোমবার চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে রীতিমতো অপমান করলেন প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্সের এক কর্মকর্তা! তাইতো এই তারকা ক্রিকেটার অভিমান করে বললেন, ‘ফ্রাঞ্চাইজির কাছে এমন অপমানিত হতে থাকলে ক্রিকেটই ছেড়ে দেবো আমি।’
সোমবার মিরপুর শেরেবাংলায় ঘটল এই ঘটনা। টস করতে মাঠে নামার কথা চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল এবং সিলেট সুপার স্টার্সের মুশফিকুর রহিমের। তামিম একা দাড়িয়ে, মুশফিকের দেখা নেই! সিলেটের দুইজন ক্রিকেটার জোশুয়া কব ও রবি বোপারা সংশ্লিষ্ট বোর্ডের ছাড়পত্র নিয়ে আসেন নি। তাদের একাদশে ছিলেন দু’জন। এ কারনেই সমস্যা। এভাবে ঘন্টাখানেক চলে। বিপিএলে নতুন কলঙ্ক লাগল। পেশাদার সাক্ষী হল নতুন এক দৃশ্যের। ঘন্টাখানেক নাটক চলার পর শুরু হয় খেলা।
এরইমধ্যে সিলেট ফ্রাঞ্চাইজির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তামিম ইকবালের। সংবাদ সম্মেলনে এনিয়ে তিনি বলেন, ‘আমি একজন জাতীয় দলের ক্রিকেটার। সেখানে বিপিএলের মতো টুর্নামেন্টে কোন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা আমার পরিবার নিয়ে কটুক্তি করবে, তা মেনে নিতে পারি না আমি। আমার সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করা হয়েছে।’
হতাশ তামিম ব্যাপারটা ভুলতে পারছেন না। তাইতো বললেন, ‘একটা ব্যাপার সবাইকে বলতে চাই- বিপিএলে ক্রিকেটারদের সম্মান করা উচিত। বিপিএলের পয়সা আছে তার মানে এই না যে জাতীয় দলের একজন খেলোয়াড়কে ভিক্ষুকের মত বিবেচনা করবে। আমি এখানে আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি। খেলতে এসেছি।’
আবেগী তামিম আরো বলেন, ‘যে আমাকে আর পরিবারকে অপমান করেছে আমি তার নাম বলতে চাই না। আমি ওই মানুষটার প্রতি যথেস্ট সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। এরপর সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করে, যা কষ্ঠদায়ক।’
এদিকে পুরো বিষয়টা বিসিবি তদন্ত করে দেখার কথা শুনিয়েছে।
Discussion about this post