এ যেন বিনা মেঘে হঠাৎ বজ্রপাত! ইচ্ছে করলেই আরো কিছুদিন খেলতে পারতেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়াও চাইছিল তাকে। কিন্তু আচমকা সরে দাড়ানোর ঘোষণা দিলেন মিচেল জনসন। ৩৪ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন।
কিউইদের বিপক্ষে টেস্টের মাঝ পথেই সরে দাড়ানোর ঘোষণাটা দিলেন জনসন।
তবে এমন সিদ্ধান্তটা মন থেকেই নিয়েছেন তিনি। তাতে কোন অভিমানের ছোঁয়া নেই। বললেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরে সত্যিই আনন্দিত আমি। তবে এখন ভাল খেলতে পারছি না। তাইতো অবসর নেওয়ার জন্য তাই এটাকেই সেরা সময় মনে করছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি।’
তবে হঠাৎ কেন এই অবসর? এমন প্রশ্নের জবাবে জনসন বললেন, ‘দেখুন সব যাত্রারই একটা শেষ থাকে। আমি এই ওয়াকাতেই থামছি। সত্যি বলতে কী মাঠে সতীর্থরা ও মাঠের বাইরে তাদের সমর্থন না থাকলে মাথায় ব্যাগি গ্রিন চাপিয়ে এতটা পথ আসতে পারতাম না।’ সতীর্থ, ভক্তদের ধন্যবাদ জানালেন তিনি।
৭৩ টেস্টে ৩১১ উইকেট নিয়েছেন তিনি। ৫ উইকেট নিয়েছেন ১২ বার ও ম্যাচে ১০ উইকেট ৩ বার। ব্যাট হাতে করেছেন ২০৪৩ রান। উইকেট শিকারী অজিদের মধ্যে তিনি চারনম্বরে। টেস্ট অভিষেক ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
২০০৫ সালের ডিসেম্বরে ওয়ানডে অভিষেক জনসনের। ১৫৩ ওয়ানডেতে নেন ২৩৯ উইকেট। পেয়েছেন ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ।
Discussion about this post