ইনজুরি থেকে সেরে উঠেছিলেন তিনি। প্রাথমিক ক্যাম্পে বোলিংও করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে ঝড় তোলার জন্য নিজেকে ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু দলে নেই তিনি। তাকে বাদ দিয়ে ১৪ সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে স্বপ্নপুরনের পথে আছেন কামরুল ইসলাম রাব্বি। তিনি প্রথমবারের মতো আছেন টাইগারদের চুড়ান্ত দলে। দলে ফিরেছেন আল আমিন হোসেন। বিশ্বকাপ থেকে শৃংখলা ভাঙ্গার জন্য তাকে ফিরিয়ে আনা হয়।
৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি টুয়েন্টি।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান আল আমিন হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি।
Discussion about this post