মাস্টার দ্যা সুর্যসেনের শহরে ‘অস্ত্রাগার’ লুট করার স্বপ্ন দেখছিল ইস্টবেঙ্গল। কিন্তু হল না! নিজেরাই লুট হয়ে গেল। চট্টগ্রাম আবাহনী রীতিমতো উড়িয়ে দিল ওপার বাংলার ঐতিহ্যবাহী শক্তিশালী এই দলটিকে। ৩-১ গোলের জয়ে জিতে নিল প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা।
প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নেমেই শিরোপা জিতল চট্টলা আবাহনী! যাকে বলে ইতিহাস গড়া।
শুক্রবার ছুটির দিনে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কলকাতার দলটি তেমন পাত্তা পেল না। আবাহনীর হয়ে দুটি গোল করেন এলিটা কিংসলে। অন্যটি হেমন্ত ভিনসেন্টের। অতিথিদের হয়ে গোলটি করেন অভিনব বাগ।
এই ইস্টবেঙ্গলের কাছেই গ্রুপ পর্বের লড়াইয়ে হেরেছিল আবাহনী। ফাইনালে এসে তার প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল। লাল-হলুদরা এপার বাংলায় এসে বুঝল আকাশী-নীলের ঝাঁঝ!
সূর্যসেনের স্মৃতিবিজড়িত শহরে উড়ল আবাহনীর পতাকা।
Discussion about this post