মনে হচ্ছিল বুঝি ড্র হতে যাচ্ছে টেস্ট! কিন্তু দুবাই টেস্টে চমকে দিল পাকিস্তান। ম্যাচের ৬.৩ ওভার বাকি থাকতে জয় তুলে নিয়েছে ”স্বাগতিকরা।”
দুবাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের জিতল পাকিস্তান। ৩ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
এর আগে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
অবশ্য সোমবার শুরুতেই হারের শঙ্কা ছিল ইংলিশদের। ৩ উইকেটে ১৩০ রান দিন শুরু। এরপর এক পর্যায়ে ৭ উইকেটে ১৯৩ রান। দুবাই টেস্টের নির্ধারিত দিন শেষ হতে ৪১.৩ ওভার বাকী। এরপর অবশ্য আদিল রশিদ আর স্টুয়ার্ট ব্রড লড়েছিলেন। দু’জন মিলে ৫৫ রান তুললেন ২৯.২ ওভারে! আরও ১১.২ ওভার। কিন্তু লাভ হল না!
প্রথম টেস্ট জয়ের ৬৩ বছর পুর্ন হওয়ার দিনে দারুণ জয় তুলে নিল।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু রোববার, শারজায়।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান : ৩৭৮ ও ৩৫৪/৬ ডিক্লে.।
ইংল্যান্ড : ২৪২ ও ৩১২ (রুট ৭১, রশিদ ৬১, বেল ৪৬; ইয়াসির ৪/৮৭, বাবর ৩/৪৭)।
ফল : পাকিস্তান ১৭৮ রানে জয়ী।
ম্যাচসেরা : ওয়াহাব রিয়াজ।
Discussion about this post