অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনদিনের ম্যাচে স্পিনের চেয়ে পেসের দিকেই বেশি নজর। তাইতো
তিন দিনের ম্যাচের দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। আছেন ৪ পেসার। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৩ সদস্যের দল ঘোষনা করল।
৩ অক্টোবর থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। এরপর দুই টেস্টের সিরিজ।
জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল হক এবং সাব্বির রহমান।
সেই ম্যাচের পর শুরু আসল লড়াই। ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট। এরপর ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু।
বিসিবি একাদশ
ইমরুল কায়েস, এনামুল হক, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম, আবু জায়েদ এবং শফিউল ইসলাম।
Discussion about this post