শিশু গৃহকর্মী নির্যাতন করে বিপাকে পড়লেন জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন রাজীব। মামলায় আসামি হয়ে এখন আত্মগোপনে স্ত্রীসহ তিনি। গ্রেপ্তারের জন্য তাদের খুঁজছে পুলিশ।
এর আগে অবশ্য গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে রোববার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রাজীব।
কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পর উদ্ধার সেই শিশু গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করল, রাজীব ও তার স্ত্রী তার ওপর নির্যাতন চালাতেন। রোববার আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে থেকে উদ্ধার করে। শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।
তারপরই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এরপরই পুলিশ তাদের গ্রেফতারের চেস্টা করে। ওসি জানান, এ ঘটনার পর শাহাদাতের মিরপুরের বাসায় পুলিশ গেলে তাকে সেখানে পাওয়া যায়নি, পালিয়েছেন দু’জন।
পুলিশ জানাল যে কোন মুহুর্তে সস্ত্রীক গ্রেফতার হতে পারেন রাজীব।
Discussion about this post