শক্তি, অভিজ্ঞতা, র্যাংকিং, ফর্ম কোন কিছুতেই অস্ট্রেলিয়ার ধারে কাছে ছিল না বাংলাদেশ। যদিও মামনুল-ক্রুইফ আশাবাদী হওয়ার মতোই কথা শুনিয়েছিলেন। বলেছিলেন-লড়াই করবে দল। কিন্তু কিসের কী! নিজের শক্তি না বুঝে প্রথমার্ধে দল খেলল উচ্চাবিলাসী ফুটবল। এরপর দ্বিতীয়ার্ধে সামলে খেলল তারা। তাতে লজ্জায় ডুবতে হয়নি দলকে। সকারুদের কাছে ০-৫ গোলে হেরেছে লাল-সবুজরা।
বৃহস্পতিবার পার্থের নিব স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে বাংলাদেশ ৬ মিনিটের পিছিয়ে পড়ে। ম্যাথু লেকির এগিয়ে দেন দলকে। এর ২ মিনিট পর আবারো হতাশা। এবার টমাস রোজিস ব্যবধান দ্বিগুন করেন। ২০ মিনিটে রোজিসের আরেক গোল। ২৯ মিনিটে নাথান বার্নস গোল। বিপর্যস্ত বাংলাদেশ।
পার্থের মাঠে ১৯ হাজার দর্শকের সামনে মনে হচ্ছিল বুঝি গোল বন্যা বয়ে যাবে। কিন্তু পরে সামলে উঠল বাংলাদেশ। কিন্ত ৬১ মিনিটে আবারো গোল। অ্যারন ময় গোলে ব্যবধান দাড়ায় ৫-০।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারচোখ এখন রাশিয়া বিশ্বকাপে। চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য দলটির। বাংলাদেশের বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে জয় পায়নি। বিশ্বকাপ তো লাল-সবুজের জন্য সোনার হরিন!
Discussion about this post