ভারতের ক্রীড়ামহলও রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের প্রয়াণে শোকস্তব্ধ৷ শোক প্রকাশ করেছেন শচিন-সৌরভ থেকে বিরাট৷ কালামকে দেশের সবচেয়ে বড় রোল মডেল বললেন টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি৷
আপাতত ক্রিকেট থেকে দূরেই রয়েছেন মাহি৷ গত বছরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি৷ ফলে আসন্ন শ্রীলঙ্কা সফরেও তিনি নেই৷ চুটিয়ে অবসর উপভোগ করছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক৷ ব্যাট ছেড়ে রাঁচিতে ফুটবলও খেলছেন তিনি৷ ভারতীয় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে এসে ‘মিসাইল ম্যান’ এর স্মৃতির উদ্দেশ্যে ধোনি বলছেন, ‘আমাদের কাছে ওনার চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক৷ অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি৷ দেশের একজন রাষ্ট্রপতির এরচেয়ে ভালো সাফল্যের কাহিনী আর হতে পারে না৷ দেশের সবচেয়ে বড় রোল মডেল ছিলেন তিনি৷ দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন কালাম৷ আমরা ধন্য যে ওনাকে দেখতে পেয়েছি৷ উনি সবসময় কঠোর পরিশ্রমে বিশ্বাস করতেন৷’
গত সোমবার সন্ধ্যায় শিলংয়ের আইআইএম-এ বক্তৃতা দেওয়ার সময়ই হৃদরোগে আক্রন্ত হয়ে মারা যান ভারতের একাদশ প্রেসিডেন্ট৷ মৃত্যুকালে কালামের বয়স হয়েছিল ৮৩ বছর৷
-সুত্র: কলকাতার পত্রিকা
Discussion about this post