একেই বলে অভিজ্ঞতা! মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততে পারছে না পাকিস্তান। সমীকরনটাও কঠিন ছিল। কিন্তু একাই হিসেবের ছক পাল্টে দিলেন ইউনুস খান। তার ম্যাজিক ব্যাটিংয়ে মঙ্গলবার পাকিস্তান তৃতীয় ও শেষ টেস্টে পেল স্মরনীয় এক জয়।
পালেকেল্লেতে সিরিজ নির্ধারণী টেস্টের পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল পাকিস্তান। ইউনুস করলেন অপরাজিত ১৭১।
আর তাতেই পাকিস্তান উঠে গেল নতুন উচ্চতায়। ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে উঠল তারা। ২০০৬ সালের পর শ্রীলঙ্কায় এবারই প্রথম টেস্ট সিরিজ জিতল পাকিস্তান।
ম্যাচে ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নামে সফরকারীরা। আর ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ইউনুস ২৭১ বলে করেন ১৭১। ম্যাচসেরা তিনিই। মিসবাহ ১০৩ বলে অপরাজিত ৫৯ রান।
সিরিজ সেরা মোট ২৪ উইকেট নেওয়া লেগস্পিনার ইয়াসির শাহ।
Discussion about this post