ইতিহাস তার চেনা পথে হাটল। শেষ তিন ফাইনালের মতো এবারো ট্রফি গেল বার্সেলোনার ঘরে। জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ জায়ান্টরা শনিবার জিতে নিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
বার্সেলোনার হয়ে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গোল তিনটি করলেন ইভান রাকিতিচ, লুইস সুয়ারেস এবং নেইমার। জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি আলভারো মোরাতার।
লিওনেল মেসি গোল পাননি। কিন্তু ম্যাচের পুরোটা সময়ই আলো ছড়িয়েছেন কাতালানদের সেরা তারকাটি। ম্যাচে দারুণ উজ্জল ছিলেন নেইমার। একটি বৈধ্য গোল থেকে বঞ্চিত হয়েছেন তিনি। হ্যান্ডবলের কারন দেখিয়ে তা বাতিল করে দেন রেফারি।
তাতে কী, ফাইনালটা তো বার্সেলোনা জিতল। আর তাতেই মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পেল লুইস এনরিকের দল। এর আগে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতে তারা। এর আগে ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে প্রথম ট্রেবল জিতেছিল বার্সেলোনা।
তুরিনোর ওল্ড লেডির চেয়ে বার্সেলোনার অর্জনটাও বেশি। চ্যাম্পিয়ন্স লিগে ৫বারের চ্যাম্পিয়ন বার্সা। সবমিলিয়ে ৮বারের ফাইনালিস্ট।
অন্যপ্রান্তে জুভেন্টাসও অষ্ঠমবারের মতো খেলতে যাচ্ছে ফাইনালে। কিন্তু আগের ৭বারের ৫বারই হেরেছে ইতালিয়ান জায়ান্টরা। সর্বশেষ ট্রফি পেয়েছে সেই ১৯৯৬ সালে। এবারো ট্রফি অধরা হয়ে থাকল ইতালিয়ান জায়ান্টদের কাছে।
Discussion about this post