শোনা যাচ্ছিল বাংলাদেশ সফরে বিশ্রামে থাকতে পারেন ভারতের সিনিয়র ক্রিকেটাররা। এমনকি বলা হচ্ছিল নাও আসতে পারেন বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অভিজ্ঞ কোনো ক্রিকেটারদের নিয়েই ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল।
টেস্টে অধিনায়ক কোহলি আর ওয়ানডেতে ধোনি। টেস্ট দলে ফিরলেন অফ স্পিনার হরভজন সিং। বলা হচ্ছে এটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট।
ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। জানা গেল সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। কেননা, বিসিবি এখনই টেস্ট অধিনায়ক খুঁজছে না।
এদিকে আগামী ৭ জুন ঢাকা পৌঁছাবে ভারতীয় দল। ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুররের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অ্যারন, ইশান্ত শর্মা।
ওয়ানডে দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।
Discussion about this post