পাকিস্তানের বিপক্ষে গোটা সিরিজে প্রথমবারের মতো বিপাকে বাংলাদেশ ক্রিকট দল। ঢাকা টেস্টে ফলোঅনের শঙ্কায় তারা। দ্বিতীয় দিনে আজহার আলির ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৫৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপর জবাব দিতে নেমে বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে মাত্র ১০৭।
এই টেস্টে ফলোঅন এড়াতে এখনও দরকার ২৫১ রান। সাকিব ১৪ রানে ব্যাট করছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে বৃহস্পতিবার খেলা শুরু করে পাকিস্তান। এরপর আজহার আলি করেন ২২৬ রান।
দুই টেস্টের সিরিজে এখন ১-১ সমতা। এর আগে খুলনায় প্রথম টেস্ট ড্র হয়েছিল। এর আগে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৫৫৭/৮ ডিক্লেয়ার্ড (হাফিজ ৮, সামি ১৯, আজহার ২২৬, ইউনুস ১৪৮, মিসবাহ ৯, শফিক ১০৭, সরফরাজ ২১, ওয়াহাব ৪, ইয়াসির ০; তাইজুল ৩/১৭৮, শহীদ ২/৭২, শুভাগত ২/৭৬, সাকিব ১/১৩৬)
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭/৫ (তামিম ৪, ইমরুল ৩২, মমিনুল ১৩, মাহমুদউল্লাহ ২৮, সাকিব ১৪*, মুশফিক ১২; ইয়াসির ২/১৫, জুনায়েদ ২/২৬, ওয়াহাব ১/৩৩)
Discussion about this post