চাপে থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল ম্যাচটা বুঝে হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। কিন্তু প্রতিরোধের প্রাচীর তুলে দাড়ালেন দু’জন। একজনের ব্যাটে ডাবলসেঞ্চুরি। আরেকজন দেড়শ। তামিম ইকবাল আর ইমরুল কায়েসের এমন বীরোচিত ব্যাটিংয়ে ড্র খুলনা টেস্ট।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্রয়ের পর আরেক অর্জন। এর আগে পাকিস্তানের সঙ্গে ৮ টেস্ট খেলে সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার বিনা উইকেটে ২৭৩ রান নিয়ে পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করে বাংলাদেশ। তখনও সফরকারীদের ১ম ইনিংসের চেয়ে ২৩ রানে পিছিয়ে ছিল টাইগাররা।
সেই চাপ সামলে খেলেন দু’জন। গড়েন নতুন এক ইতিহাস। টেস্ট ইতিহাসে কোনো দলের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়েন দু’জন। ইমরুল সাজঘরে ফিরেন ১৫০ রানে। ভাঙ্গে ৩১২ রানের উদ্বোধনী জুটি।
তবে তামিম ছিলেন অবিচল। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২০৬ রান করেন এই বাহাতি ব্যাটসম্যান। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন তামিমের।
শেষ দিনের খেলা ১৫ ওভার বাকি থাকার সময় ড্র মেনে নেয় দু’দল। তখন বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ৫৫৫।
Discussion about this post