তাকে বলা হয় ক্রিকেটের কন্ঠস্বর। কিংবদন্তিতুল্য ধারাভাষ্যকার তিনি। সেই রিচি বেনো আর নেই। শুক্রবার ৮৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেট ব্যাক্তিত্ব।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন তিনি। দলকে নেতৃত্ব দিয়েছেন ২৮ ম্যাচে। অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজ হারেননি বেনো।
১৯৬৪ সালে অবসর নেন ক্রিকেট থেকে। এরপরই শুরু করেন সাংবাদিকতা। আর চলতে থাকে ধারাভাষ্য। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সঙ্গে ছিল তার সম্পর্ক। সেই মানুষটি উঠে আসে জনপ্রিয়তার শিখরে। ক্রিকেট ধারা ভাষ্যকে নিয়ে যান অন্য উচ্চতায়।
তার মৃতু্তে শোকের ছায় পুরো অস্ট্রেলিয়ায়।
Discussion about this post