তিনি যে কেন কিংবদন্তি সেটা আরো একবার প্রমান করে দিলেন কুমার সাঙ্গাকারা। গড়লেন নতুন এক ইতিহাস। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি অসাধারন এক রেকর্ড গড়লেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ১০৪ রান করেন সাঙ্গাকারা। এর আগে দুই ম্যাচেও শতরান করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে করেন ১০৫ ও ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রান করেন সাঙ্গাকারা।
ওয়ানডেতে সাঙ্গাকারার এটি ২৪তম শতরান। বিশ্বকাপে পেলেন চতুর্থ সেঞ্চুরি।
বিশ্বকাপের এক আসরে ৩ শতরান করেছেন ভারতের সৌরভ গাঙ্গুলি এবং অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও ম্যাথু হেডেন।
রোববার আরো একটা কীর্তি গড়েন সাঙ্গাকারা। ওয়ানডেতে ১৪ হাজার রান ক্লাবে নাম লেখান তিনি। তার সামনে শচীন টেন্ডুলকার।
এর আগে ছিল গ্লেন ম্যাক্সওয়েল ঝড়। ৫১ বলে শতরান করেন তিনি। যা কীনা বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম শতক। আর তাতেই অজিরা ৬৪ রানে হারাল লঙ্কাকে।
এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডও শেষ আটের টিকিট পেয়েছে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৭৬/৯ (ফিঞ্চ ২৪, ওয়ার্নার ৯, স্মিথ ৭২, ক্লার্ক ৬৮, ম্যাক্সওয়েল ১০২, ওয়াটসন ৬৭, ফকনার ০, হ্যাডিন ২৫, জনসন ৩*, স্ট্যার্ক ০, ডোহার্টি ০*; মালিঙ্গা ২/৫৯, থিসারা ২/৭৭, দিলশান ১/৩৩, ম্যাথুস ১/৫৯, প্রসন্ন ১/৭৭)
শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ৩১২/৯ (থিরিমান্নে ১, দিলশান ৬২, সাঙ্গাকারা ১০৪, জয়াবর্ধনে ১৯, ম্যাথুস ৩৫, চান্দিমাল ৫২, থিসারা ৮, থারাঙ্গা ৪, প্রসন্ন ৯, সেনানায়েকে ৭, মালিঙ্গা ০*; ফকনার ৩/৪৮, স্ট্যার্ক ২/২৯, জনসন ২/৬২, ওয়াটসন ১/৭১)
ফল: ৬৪ রানে জয়ী অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: গ্লেন ম্যাক্সওয়েল।
Discussion about this post