ছোট দলের ম্যাচ মানেই এখন যেন ধুন্ধুমার উত্তেজনা। বৃহস্পতিবার দারুণ রোমাঞ্চ ছড়াল আফগানিস্তান-স্কটল্যান্ড ম্যাচে। আর তাতে ক্রিকেটপ্রেমীরা দেখল নাটকীয় এক লড়াই। যাতে বিশ্বকাপে প্রথম জয় পেল আফগানিস্তান। স্কটল্যান্ডকে ১ উইকেটে হারাল তারা।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে স্কটিশরা। তারা শেষ বলে অলআউট হওয়ার তুলে ২১০ রান। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
স্কটল্যান্ড: ৫০ ওভারে ২১০/১০ (কোয়েটজার ২৫, গার্ডিনার ৫, মাচান ৩১, মমসেন ২৩, বেরিংটন ২৫, ক্রস ১৫, ডেভি ১, মাজিদ ৩১, ইভান্স ২৮, ওয়ার্ডল ১*; শাপুর ৪/৩৮, দৌলত ৩/২৯, হাসান ১/৩২, নবি ১/৩৮, নাইব ১/৫৩)
আফগানিস্তান: ৪৯.৩ ওভারে ২১১/৯ (আহমাদি ৫১, মঙ্গল ৭, আসগর ৪, সামিউল্লাহ ৯৬, নবি ১, আফসার ০, নাজিবুল্লাহ ৪, দৌলত ৯, হাসান ১৫*, শাপুর ১২*; বেরিংটন ৪/৪০, ইভান্স ২/৩০, ডেভি ২/৩৪, মাজিদ ১/৪৫)
ফল: আফগানিস্তান ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সামিউল্লাহ সেনওয়ারি।
Discussion about this post