মনে হচ্ছিল দারুণ জমে উঠবে লড়াই। কিন্তু কিসের কী। নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। প্রথমে টিম সাউদির আগুন ঝরা বোলিং। এরপর ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং ঝড়। তাতেই কিউইদের কাছে ৮ উইকেটে হারল ইংল্যান্ড।
ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপের খেলায় টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৩৩.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়ে ইংল্যান্ড।
অন্যদিকে মাত্র ২৫ বলে ৭৭ রান করেন ম্যাককালাম। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের নিজের রেকর্ড ভাঙেন কিউই অধিনায়ক। ১৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ২০০৭ সালে বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় কানাডার বিপক্ষে ২০ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।
আর ৩৩ রানে ৭ উইকেট নেন সাউদি।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৩৩.২ ওভারে ১২৩/১০ (বেল ৮, মইন ২০, ব্যালান্স ১০, রুট ৪৬, মর্গ্যান ১৭, টেইলর ০, বাটলার ৩, ওকস ১, ব্রড ৪, ফিন ০, অ্যান্ডারসন ১*; সাউদি ৭/৩৩, ভেটরি ১/১৯, মিল্ন ১/২৫, বোল্ট ১/৩২)
নিউজিল্যান্ড: ১২.২ ওভারে ১২৫/২ (গাপটিল ২২, ম্যাককালাম ৭৭, উইলিয়াসন ৯*, টেলর ৫*; ওকস ২/৮)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: টিম সাউদি।
Discussion about this post