লড়াইটা জমে উঠেছিল সাকিব আল হাসান আর তামিম ইকবালের। শেষ পর্যন্ত দুই বন্ধুর মধ্যে প্রথম চার হাজার রান ক্লাবে সাকিব। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এই মাইলস্টোন পেরিয়ে গেলেন তিনি।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে চার হাজার ক্লাব থেকে ২৩ রান দুরে থেকে ইনিংস শুরু করেন তিনি। এরপর ৪৩ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫১ বলে ৬৩ রান করেন সাকিব। তাতে ছিল ছয় চার ও এক ছক্কা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ব্যাট হাতে সফল তিনি।
এ অবস্থায় ১৪২ ওয়ানডেতে তার রান ৪ হাজার ৪০।
সাকিবের সঙ্গে জুটি বেধে এদিন সফল মুশফিকুর রহিম। দু’জন মিলে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েন। আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে করেন ১১৪ রান।
বিশ্বকাপে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকি। ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান করেন তারা।
Discussion about this post