ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইসএসপিএর-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন তাসকিন আহমেদ। গত বছরের দুর্দান্ত নৈপুন্যই তাকে নিয়ে এসেছে আলোচনায়। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২৮ রানে ৫ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।
তাসকিনের পাশাপাশি ২০১৪ সালে সেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস জার্ডান, স্টুয়ার্ট বিনি, মর্নে মরকেল, জস হ্যাজলউড, ক্রিস ওকস এবং ম্যাট হেনরি।
ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর বর্ষ সেরা টেস্ট বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। গত অক্টোবরে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩৯ রানে ৮ উইকেট নেন তিনি। তাতেই উঠে আসেন আলোচনায়। তাইজুলের পাশাপাশি ২০১৪ সালে সেরা টেস্ট বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন মিচেল জনসন, রায়ান হ্যারিস, মর্নে মরকেল, ধাম্মিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, ইশান্ত শর্মা, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জুনায়েদ খান, রাহাত আলী, মার্ক ক্রেইগ এবং নাথান লায়ন।
বলা দরকার, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি কমিটি বর্ষ সেরা পারফরম্যান্স নির্বাচন করে।
Discussion about this post